বুধবার, ৫ জুলাই, ২০১৭

Humanity- ভালোবাসার জয়গান

লেখাটি Karim Jovian-এর একটা সোশ্যাল এক্সপেরিমেন্টাল ভিডিও দেখে লিখছি। 😊
আমরাই ফেসবুকে শেয়ার দিয়ে থাকি, বিদেশী ভিডিও দেখে চোখে পানি চলে আসে, inspired হই সামাজিক উন্নয়ন করবো বলে! একটি বার কি ভেবেছি আমরা, দেশেও এমন হতাশাগ্রস্ত আর অসহায় মানুষ আছেন,রূপ ভিন্ন শুধু। চাইলেই কিন্তু তাদেরকে সেইম/নিজ সামর্থ্য অনুযায়ী হেল্প করতে পারি। পড়তে পড়তে পালায় যাইয়েন না। দান খুজতে লিখছি না। সচেতনতা যদি একজনের মধ্যে জাগে, মন্দ কি?
.
কেউ সাহায্য চাওয়া মানে, তাকে যে টাকা দিয়ে করতে হবে তা হয়তো না। তাকে জীবনের আশ্বাস দিতে পারেন,দিতে পারেন এক ফোঁটা জীবন ভরসা যা তার মন থেকে হাসি এনে দিবে। ভিক্ষা কথাটা কেমন জানি! আস্তে আস্তে ওদের মানসিকতা আমাদেরই বদলাতে হবে। একজন দিয়ে শুরু করেন।

.
Help করতে চাইলে একজনের জীবনের inspiring factor হয়ে দেখান। তাকে গড়ে তুলুন,এতেই হবে। নায়ক-নায়িকা হতে মেকাপ লাগেনা। রিয়েল লাইফের নায়ক-নায়িকারা মেকাপ ছাড়াই থাকে ;) তাদের কাছে জীবনের বেঁচে থাকার এক জাদুর ছড়ি থাকে। জীবনকে ভিলেন থেকে জীবনের মানসিকতা বদলে তাকে নিজেদের দলেই নিয়ে নেয়।
সবসময় যে সেলেব্রিটি হতে হয় বড় মাপের সাহায্য করতে হবে, তাই কি? আপনার একটা সাহায্য হয়তো ফেসবুকে মিলিয়ন টাইমস শেয়ার হবেনা, নিউজ পেপারেও হয়তো ছাপা হবেনা। তবে, অন্যকে সাহায্য বলতে এক মুহূর্ত খুশি দেওয়ার মানেটাই বিরাট। Believe me, it is your biggest achievement!! <3
.
জীবনের সিজিপিএ, ডিগ্রি অর্জনেও হয়তো এই খুশি পাবেন না। আপনি অনুভব করতে পারবেন নিজের অস্তিত্ব।
সুযোগ পেলেই কাউকে জীবনের মানে, এক মুহূর্ত সময় দিন। বড়ই অভাব এটার। তর্কাতর্কি, মারামারি তো অনেক করলাম। হতাশ হয়ে অনেকে সুইসাইড করাকে যৌক্তিক করতে চায়। মরে যাওয়া ব্যাপার না। চাইলেই পারবেন, কিন্তু হাজারবার তো মরলেন, অন্য একজনকে বেঁচে থাকার মানে বুঝান, নিজে বুঝুন!
বেঁচে থাকতে বুকের পাটা লাগে। 😜ফেসবুকে গুতাগুতি বাদ দিয়ে বেটার কিছু করার সময়। ঐদিন কি আর আছে। এখন যুগ পাল্টাইছে না??
.
Ejaj Ahmad sir আমাদের বলেছেন, উনার এই এডভাইজটা বেস্ট লেগেছে। ফেসবুকে অযথা কিছু করার মানে নেই। করতে হলে মিনিংফুল কিছু করতে।
AJ+ এর ভিডিও লিংক দিচ্ছি, দেখে নিবেন মেক্সিকান কিছু Youngster ঝগড়ার ইউনিক উপায় বের করেছে। They don't fight between rivals, represent Youths through dance in la Columbia. আমরা পারবোনা কেন?
Sense it! Feel it! Live Life!!!
Be Inspiring! Don't Spread Hatred.
👌 Life is valuable, meaningful. 👌
ভিডিও লিংক-
https://m.facebook.com/story.php…
AJ+ video Link-
https://m.facebook.com/story.php…

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন