বুধবার, ৫ জুলাই, ২০১৭

আরণ্যক আর...


যে যুক্তি মানে না, যে মোহ মানে । একটা মায়া আছে, নিঃশব্দ চক্রান্ত, আদিম প্রাণের এবং মায়াবতীর অন্যরকম মন্ত্রধ্বনি।
প্রতি রাতই এখন আগের থেকেও নিস্তব্ধ আর নির্জনতায় ঢাকা থাকে. নিজেকেও শুনতে পাইনা. হারিয়ে ফেলার এক পাশবিক শান্তি আছে!!!
দিহান জিজ্ঞেস করলো," কতোটুকু কেয়ার করতি ওকে...?!"
"Enough to make me confess my Love for Him,but not enough to make him stay...!" তন্দ্রা কথা শেষ না করেই চুপ করে গেলো.
[ তন্দ্রার ছলছল চোখ দেখেই দিহানের আর কিছু জিজ্ঞেস করার সাহস হলো না]
তন্দ্রা ঐ গোলাপ ছুঁড়ে ফেলে দিলো আর ভাবতে থাকলো, "সে আমায় হারানোর ভয় কোনোদিন.....কোনোদিনও পায়নি!!! না হয় যাবার সময় একবার আটকায়নি.
অন্তত একবার যদি বলতো...."
...still,she had to ask! Otherwise the though would hunt her #Forever...
'Can we be together..?'
The blue tick and the long pause answered her.
there is love in holding and there is love in letting him fly. এই চিন্তা করেই আজও তন্দ্রা স্বাভাবিক আছে, হোক না মিছে হাসি...তাও হাসছে.
তোমার অবহেলার একটাই প্রতিশোধ, নিশ্চুপ থেকে ভালোবেসে যাওয়া...
কেউ ভালোবেসেই হারিয়ে যায়, আর কেউ হারিয়ে ফেলেও ভালোবাসে!!!

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন