বুধবার, ২৪ ফেব্রুয়ারী, ২০১৬

একটি ফানুশের ইতিকথা...

থাকবতো আমিই বাবা...আসবোও তো আমিই। তবুও কেন বুঝনি আমায় কোনোদিন। কাঁদাতে আমায়, রাজকুমারি ছিলাম তোমার সেই এতোটুকু থেকে। আজ এতো কিছু কেমনে বদলে গেলো?? তুমিও পারলে তোমার রাজকুমারিকে কাঁদাতে...?! অন্য রাজকুমার তো তাকে একদিন কাঁদাবেই, রাজকুমারের কাছে তুমিই তাকে দিবে। তাহলে,সেই শর্ত তুমি কেন পালন করছ?!
অনিতার কান্না থামছে না। চোখ দিয়ে টপটপ করে গড়িয়ে পড়েই চলেছে অশ্রুদল! কারো জন্য এরা হরতাল করেনা। কিন্তু, রাজকুমারির রাজা তাকে কাঁদালে তারা যেন কিছুতেই মানা শুনেনা। অনিতার মা নেই আজ প্রায় কত বছর... সংখ্যা দিয়ে কি আর মা থাকা না থাকা ফিল করা যায়? না! এক মুহূর্ত মা না থাকলে দুধের বাচ্চাটাও বুঝে যায়। আর অনিতা তো এখন অনেক বড় হয়েছে। নিজের ইচ্ছাকেও যে বয়সে মারা যায়না,এমন বয়সে। এমন সময় যখন নিজেকে মিথ্যা বললেও মন ঠিকই মনে করিয়ে দেয়।
অনিতা অনেক ভাবছে, চিঠি লিখবে,”Dear King,Why don’t you try to understand me? Though I Like a Prince Someday more than Myself,I am not gonna Leave You Alone Ever.... That’s A Promise!!! I know how you Must Feel As Your Queen means Maa Left You! I am Always There, Just For U...Dad”.
আম্মুকে নাকি একটি অভিযোগপত্র পাঠাবে,এতদিন ধরে ডায়েরিতে লেখা কাগজ সব এক এক করে ছিঁড়তে হবে দেখে ভালো লাগছেনা। এই ডায়েরিটাই যে ওর কথা শুনতো...
 


(টু বি কনটিনিউড...)
Short but episode based stories that I am Gonna write for a Long period...(Nova) hope you keep an eye to read other episodes every 3 days later if you wish!


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন